নিজস্ব সংবাদদাত,ভাঙড়,৭ ই জুলাই : জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় থানার সিংহেরশ্বর মল্লিকপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। এলাকায় বোমাবাজি হয় বলে ও অভিযোগ। এই ঘটনায় উভয় পক্ষের মোট আটজন গুরুতর জখম হয়ে নলমুড়ি প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত সন্দেহে উভয় পক্ষের মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ মুজিদ আলি লস্কর নিজের জমিতে বেড়া দিয়েছিলেন দিন দুয়েক আগে। রবিবার সকালে তার প্রতিবেশী গফর আলি লস্কর অনুগামীদের নিয়ে এসে সেই বেড়া ভেঙে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি ও করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে ও অভিযোগ। এরপর ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।