মাসখানেক ধরে ভাঙ্গা রয়েছে নেতাজির মূর্তি, ক্ষোভ স্থানীয়দের

মাসখানেক ধরে ভাঙ্গা রয়েছে নেতাজির মূর্তি, ক্ষোভ স্থানীয়দের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৯ ই জুলাই :মাসখানেক ধরে ভাঙ্গা রয়েছে নেতাজির মূর্তি, ক্ষোভ স্থানীয়দের।
২০১৯ সালের লোকসভা ভোট চলাকালীন সপ্তম দফা ভোটের আগে আমরা দেখেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে সারাবাংলাকে। সেদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর র‍্যালিকে কেন্দ্র করে কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা, যে মূর্তি ভাঙ্গার প্রতিবাদ ছড়িয়ে পড়ে বাংলা জুড়ে। তৃণমূল এবং বিজেপি একে অপরকে ঝামেলার সৃষ্টি করা এবং মূর্তি ভাঙ্গার জন্য দোষারোপ করতে থাকে। তারপর ধীরে ধীরে পরিস্থিতি শিথিল হলে নতুন করে বিদ্যাসাগরের মূর্তি পুনস্থাপনও করা হয়। এই ভাঙ্গা আর গড়ার মাঝে সময় মাত্র কয়েকটা দিনের।

ঠিক একইভাবে বীরভূমের মহঃবাজার বাসস্ট্যান্ডের কাছে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি। কিন্তু এই মুহুর্তেই বর্তমানে পড়ে রয়েছে ভাঙা অবস্থায়। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কোথায়! নাকি এই ঘটনায় কোনো রাজনৈতিক রঙ নেই অথবা মহঃবাজারের মতো মফস্বল এলাকায় বলেই এতো ধামাচাপা!

স্থানীয় মানুষদের কাছ থেকে জানা গেল, মাসখানেকের বেশি আগে রাতের বেলায় একটি বড় লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে। সেই লরির ধাক্কা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ডান দিকের অংশ বিপুল ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু তারপর মাঝখানে কেটে গেলে এমন মহানায়কের মূর্তির সারাইয়ের প্রতি আগ্রহ দেখা যায়নি কারোর। আর মূর্তির ক্ষতিগ্রস্ত জায়গায় কেউ বা কারা সবুজ সেলোটেপ লাগিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন, যাতে করে আরো বেশি দৃষ্টিকটু দেখাচ্ছে আবক্ষ নেতাজির মূর্তি।

জানা যায়, এই মূর্তিটি বছর পাঁচেক আগে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে মহঃবাজার বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠা করা হয়। মূর্তিটি রক্ষাণাবেক্ষন করে মহঃবাজারের সারা ভারত ফরওয়ার্ড ব্লক। সংগঠনের নেতা সুনীল রায় বলেন, “এক মাস আগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি মূর্তিটিতে ধাক্কা মারে। ফলে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। ট্রেলার মালিকের সঙ্গে যোগাযোগ করে মূর্তিটির ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেটা না মেলায় মূর্তিটি ঠিক করা সম্ভব হয়নি। ক্ষতিপূরণ পেলে ভালো, না হলে যেভাবে সকলের সাহায্য নিয়ে মূর্তিটি তৈরি করা হয়েছিল, সেভাবেই আবার মূর্তিটি সারিয়ে তোলা হবে।”

এলাকাবাসীর দাবি, “স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান যথেষ্ট। এমন মহানায়কের মূর্তির এই অবস্থায় তারা ব্যথিত ও লজ্জিত। অবিলম্বে সারিয়ে তোলা হোক মূর্তিটি।যোগ্য সম্মান দেওয়া হোক নেতাজীকে।”

নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি ভেঙে পড়া নিয়ে সাধারন মানুষদের মধ্যে ক্ষোভ অথবা সারাইয়ের দাবি যাই বলুন থাকুক না কেন, কিন্তু এই ঘটনায় এত বিলম্বিত কেন! এ প্রশ্নই এখন বীরভূমবাসীদের মধ্যে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top