নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৯ ই জুলাই :গরু পাচার করতে গিয়ে গ্রেফতার ৩ গরু পাচারকারী, বাজেয়াপ্ত তিনটি গাড়ি।
বীরভূমের সব থেকে বড় গরুর হাটগুলির মধ্যে অন্যতম হলো ইলামবাজার থানার অন্তর্গত সুখ বাজারের গরু হাট। অভিযোগ, এই হাট থেকেই প্রতি শনিবার প্রচুর পরিমাণে গরু পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। গরু পাচারের ক্ষেত্রে পুলিশের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইলামবাজার থানা বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ বিষয়ে সংবাদ পরিবেশন করা হয়।
অভিযোগ পেয়ে এবং এই খবর সংবাদে সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে গেলাম বাজার থানার পুলিশ। গত রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় গরু পাচারকারীদের আটকাতে। পুলিশের অতর্কিত হানায় গতকাল রাতে তিনটি গাড়িতে মোট ২৫ টি গরু উদ্ধার করা হয় পাচার করার সময়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয় ওই তিনটি গাড়ি এবং গ্রেফতার করা হয় তিন ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরুগুলি বাঁকুড়া থেকে বীরভূম হয়ে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল। গরুগুলিকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।
আজ বোলপুর আদালতে ধৃত ওই তিন ব্যক্তিকে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর