একশ দিনের কাজের টাকা ফেরত চাওয়ায় মারধরের অভিযোগ

একশ দিনের কাজের টাকা ফেরত চাওয়ায় মারধরের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৯ ই জুলাই :রাজ্যের বিভিন্ন জায়গায় কাঠ মানি ফেরতের দাবি নিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছে সেই বিক্ষোভের আগুনে ঘি পড়ল এবার দুবরাজপুরের পন্ডিত পুর গ্রামে ।শুধু কাঠ মানি ফেরত দেওয়ার দাবি জানানোর অপরাধে গ্রামবাসীদের কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। ঘটনার প্রকাশ গত তিন চার বছর ধরে এক’শ দিনের যে কাজ চলছিল পন্ডিতপুর গ্রামে ওই কাজের টাকা এখনো পাওয়া যায়নি এমনই দাবি করে সুপারভাইজারকে ঘেড়াও করেন তারা ।সুপারভাইজার এবং গ্রামের তৃণমূল নেতারা একত্রিত বসে ঠিক করে মঙ্গলবার এর মধ্যে তাদেরকে প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে ।কিন্তু তাদেরকে কোন বই বা স্লিপ না দিয়ে একটি করে কাগজ ধরিয়ে দেওয়া হয় ।সেই কাগজের আদৌ বৈধতা আছে কিনা এই প্রশ্নে গ্রামবাসীরা ওই গ্রামের মধ্যে বিশ্বনাথ দত্ত কে ডেকে পাঠায় ।বিশ্বনাথ দত্তের অভিযোগ ঘটনাস্থলে গিয়ে তিনি ওই কাগজ দেখে কিছু বুঝতে পারেনি। ফলে এখানেই ঝামেলার সূত্রপাত হয়। দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় ।তারপরই বিশ্বনাথ দত্তের অভিযোগ আজ সকাল বেলায় যখন সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই পন্ডিত পুর গ্রাম এবং তার আশেপাশে গ্রাম থেকে কয়েক জন দুষ্কৃতী তাকে মারধর করে। কোনোক্রমে গ্রামবাসীরা ঘটনাস্থলে এলে দুষ্কৃতী দল পালিয়ে যায় । কোনোক্রমে রক্ষা পান তিনি ।যদিও এই ঘটনায় তৃণমূল বলেছে রাজনীতির কোনো সম্পর্ক নেই ।এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই হরিভুষণ দে জানান কাঠ মানির টাকা ফেরতের জন্য এই সংঘর্ষের ঘটনা ঘটেনি। কলে জল নেওয়া কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় ।গ্রামের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দিচ্ছে দুবরাজপুর থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top