“tiktok” ব্যান করতে মোদিকে চিঠি দিলো আরএসএস -এর শাখা

“tiktok” ব্যান করতে মোদিকে চিঠি দিলো আরএসএস -এর শাখা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সমাজের ক্ষতি করছে টিকটক। অবিলম্বে ব্যান করা হোক এই চিনা অ্যাপ। সোমবার চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টিকটকের বিরুদ্ধে অভিযোগ জানাল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখা।
এই ধরনের অ্যাপ্লিকেশন দেশের অল্পবয়সীদের ক্ষতি করছে। মানসিকতায় কুপ্রভাব ফেলছে টিকটক। টিকটকে অশ্লীল ও দেশোদ্রোহী ভিডিয়োর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পুলওয়ামা পরবর্তী সময়ে টিকটকে হিংসা ছড়ানোর বিষয়েও সরকারকে সতর্ক করে দেন অশ্বিনী।যদিও স্বদেশী জাগরণ মঞ্চের এই দাবি মানতে নারাজ টিকটকের নির্মাতা সংস্থা বাইট ড্যান্স। সব রকম আইন মেনেই চলছে অ্যাপগুলি, দাবি সংস্থার। বাইট ডান্সের এক মুখপাত্র জানান, “টিকটক এবং হেলোর বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন। ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তায় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top