কান্দি :মঙ্গলবার কান্দি মহকুমা শাসক কে স্মারকলিপি প্রদান করল কান্দি শহর কংগ্রেস কমিটি। এদিন কান্দি থানা সংলগ্ন কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল করে কান্দি মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি নরত্তম সিনহা, কান্দি শহর কংগ্রেসের সভাপতি সোমনাথ দাস, কান্দি ব্লক কংগ্রেস সভাপতি অপূর্ব দত্ত সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা । দ্রুত রনগ্রাম সেতু চালু করতে হবে, এই সেতু কে সাধারণ যান চলাচলের উপযুক্ত করে তুলতে হবে ও রনগ্রামে আরো একটি সেতু তৈরির কাজ দ্রুত শুরু করতে হবে, মূলত এই তিনটি দাবিতে আজ স্মারকলিপি প্রদান করা হয়। কান্দি মহকুমা শাসক অভিক কুমার দাস আশ্বস্ত করেছেন আগামী 31 শে জুলাই এর মধ্যে এই রনগ্রাম সেতুর উপর দিয়ে বাস চলাচল করবে। তবে সেতুর যা আস্থা কোন রকম ভাবেই 6টনের বেশি মাল এই সেতুর উপর দিয়ে বহন করা যাবে না।
রনগ্রাম সেতু চালুর দাবিতে মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিল কংগ্রেস
রনগ্রাম সেতু চালুর দাবিতে মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিল কংগ্রেস
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram