নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,১৮ই জুলাই : দুর্ঘটনায় পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশকে মার জনতার
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-জনতা খন্ড যুদ্ধ। ঘটনায় উত্তেজিত জনতা চার জন সিভিক ভলেন্টিয়ার পুলিশকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
আজ বেলা ১২টা নাগাদ ছেলেকে নিয়ে দুর্গাপুরের গ্যামন ব্রীজ এলাকায় সাইকেল নিয়ে রাস্তা পারাপার করছিল এক পথচারী। সে সময় হঠাৎই একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। তার পরেই উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে। বিক্ষোভ শুরু হয় সিভিক পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে।
এরই মধ্যে অবরোধ তুলতে আশা চার সিভিক পুলিশ কর্মীকে ধরে ব্যাপক মারধর করে উত্তেজিত জনতা। পরে স্থানীয় কোক ওভেন থানার পুলিশ এসে লাঠিচার্জ করে চার সিভিক ভলেন্টিয়ারকে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের জন্যই প্রতিদিন গেমন ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটছে। গত মঙ্গলবার গ্যামন ব্রীজের ঠিক একই জায়গায় এক তরুণীর মৃত্যু হয়েছিল ট্রাকের ধাক্কায়। পুরো ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে।