সাহসী অভিনেত্রী হিসেবে প্রশংসা কুড়িয়েছেন রাধিকা আপ্টে। ছবির প্রয়োজনে নগ্ন হতে যেমন তাঁর আপত্তি নেই, তেমনই কোনও কথা স্পষ্টভাবে বলতেও জড়তা নেই তাঁর। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তাঁর নতুন একটি ছবির ঘনিষ্ঠ দৃশ্য। কিন্তু রাধিকা এসব একেবারেই পাত্তা দিতে নারাজ। উলটে তাঁর বক্তব্য, এসব সমাজের ‘সাইকোটিক মেন্টালিটি’। কই পুরুষদের সঙ্গে তো এমন হয় না, মেয়েরাই এসব নিন্দার শিকার হয়।
আসতে চলেছে রাধিকা আপ্টের নতুন ছবি ‘দ্য ওয়েডিং গেস্ট’। কিন্তু ছবি মুক্তির আগেই অনলাইনে ছড়িয়ে পড়েছে ছবির কিছু ঘনিষ্ঠ দৃশ্য। তাতেই অসন্তুষ্ট হয়েছেন রাধিকা। ছবিতে রয়েছেন দেব প্যাটেলও। অভিনেত্রীর প্রশ্ন, “ফাঁস হওয়া যৌনদৃশ্যে রাধিকা আপ্টে আর দেব প্যাটেল, দু’জনেই ছিল। কিন্তু শুধু আমার নামেই নিন্দে হচ্ছে। কেন ওই একই দৃশ্যের জন্য অভিনেতা দেব প্যাটেলের নামে নিন্দে হচ্ছে না?” একজন অভিনেত্রী কোনও দৃশ্যের জন্য যেভাবে ট্রোলড হন, কোনও অভিনেতা হন না। তবে এসব তাঁকে অস্বস্তিতে ফেললেও এনিয়ে বেশি ভাবেন না রাধিকা। কারণ তাহলে এগিয়ে যাওয়া যাবে না।
ছবি মুক্তির আগেই ইন্টারনেটে ফাঁস ছবির ঘনিষ্ঠ দৃশ্য, মুখ খুললেন রাধিকা
ছবি মুক্তির আগেই ইন্টারনেটে ফাঁস ছবির ঘনিষ্ঠ দৃশ্য, মুখ খুললেন রাধিকা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram