
নিজস্ব সংবাদদাতা, জামুরিয়া ,১৮ই জুলাই :১০০ দিনের কাজ, ইন্দ্রাবাসের ঘর, রাস্তা মেরামত সহ ১৮ দফা দাবি নিয়ে সিপিএম প্রভাবিত সারা ভারত খেতমজুর ইউনিয়নের জামুরিয়া দু’নম্বর ইউনিট এর পক্ষ থেকে জামুরিয়া ব্লক অফিস ঘেরাও এবং স্মারকলিপি দেওয়া হল। জামুড়িয়ার বিধায়ক জাহানারা খান দাবি করেন, ঘর, রেশন কার্ড বিতরণ করার ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতিত্তমূলক আচরণ করছেন। তাদের দলের কর্মীদের নাম বাদ দেওয়া হচ্ছে। তাছাড়া ১০০ দিনের কাজে দৈনিক মজুরি বৃদ্ধি করার দাবি করেন। অসংগঠিত শ্রমিকদের মাসিক আয় নূন্যতম ১৮ হাজার টাকা করার প্রস্তাব রাখেন।স্মারকলিপিতে উল্লেখিত সমস্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জামুড়িয়ার বিডিও অতনু কুমার ঝুরি।



















