লাভপুরে দ্বারকা গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি

লাভপুরে দ্বারকা গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৯ শে জুলাই :লাভপুরে দ্বারকা গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।
লাভপুর থানার দ্বাঁড়কা গ্রামের তৃনমূলের অঞ্চল সভাপতি কাজল রায়ের বাড়ি লক্ষ্য করে বৃহস্পতিবার গভীর রাতে বোমাবাজি করা হয়। রাত্রি ১২ টার পর হঠাৎ প্রায় ৭-৮ টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমাবাজির ঘটনায় তৃণমূল ওই অঞ্চল সভাপতি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এ মাসের ৪ তারিখ দ্বাঁড়কা স্বাস্থ্য কেন্দ্র এবং সেখানে থাকা পুলিশ ক্যাম্পের পাশের পরিত্যক্ত একটি ঘরে বিস্ফোরণ হয়। তারপর থেকে লাভপুর এলাকায় বেশ কিছু জায়গা থেকে বোমা উদ্ধার করে লাভপুর থানার পুলিশ। তার পর আবারও তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে বোমা ছোঁড়ার ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দ্বাঁড়কা অঞ্চলে।

তৃণমূল অঞ্চল সভাপতি কাজল রায় জানান, “গতরাতে ঠিক ১২ টার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আমার বাড়ি লক্ষ্য করে ৭-৮ টি বোমা ছোঁড়ে। কারণ ওরা জানে আমাকে সরিয়ে দিতে পারলে বিজেপি এখানে অনেকটা সুবিধা পাবে।”

এছাড়াও তৃণমূলের ওই অঞ্চল সভাপতি কাজল রায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন। তাঁর বক্তব্য, “পুলিশ সবই জানে অথচ সব কিছু না বোঝার ভান করছে।”

লাভপুরের দ্বারকা গ্রামের তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে উঠল বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বক্তব্য বোমাবাজির ঘটনা তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top