ধর্ষণে অভিযুক্তকে সৌদি থেকে ধরে আনলেন মেরিন

ধর্ষণে অভিযুক্তকে সৌদি থেকে ধরে আনলেন মেরিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নয়াদিল্লিঃ ধর্ষণে অভিযুক্তকে সুদূর সৌদি আরব থেকে ধরে আনলেন মহিলা পুলিশ কমিশনার মেরিন জোসেফ। আর এই সাহসিকতার কারণেই আজ সংবাদ শিরোনামে উঠে এসেছে কেরালার এই পুলিশ আধিকারিকের নাম। এক নাবালিকার উপর হওয়া নির্যাতনের বিচার পাইয়ে দিতে এই অসম্ভব যে তাঁকে সম্ভব করতেই হবে, তাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন মেরিন। আর এই আত্মপ্রত্যয়েই দু’বছর আগে ফেরার ধর্ষণের অভিযুক্তকে শাস্তি পাইয়ে ছাড়ল।
২০১৭ সালে এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে ৩৮ বছরের অভিযুক্ত সুনীল কুমার বর্ধন। নির্যাতিতা সুনীলের বন্ধুরই ভাইঝি। চকোলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসে কিশোরীর উপর যৌন নির্যাতন চালাত সুনীল। লাগাতার তিন মাস ধরে চলে এই নির্যাতন।সুযোগ বুঝে সৌদি আরবে পালিয়েছে সুনীল। মেরিন যখন এই কেসের দায়িত্ব পেলেন তখন তিনি ওই নাবালিকার পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top