নিজস্ব সংবাদদাত,:উত্তর দিনাজপুর,২১ জুলাই :উত্তর দিনাজপুর জেলা সফরে এসে রায়গঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। কথা বলেন দুর্গত মানুষদের সাথে।তাদের সমস্যার কথা শুনে তা সমাধানের বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
রায়গঞ্জের কুলিক ও নাগর নদীর জলে প্লাবিত হয়ে রায়গঞ্জ ব্লকের গৌরী, মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বহু মানুষ গৃহছাড়া হয়েছেন। বিভিন্ন ত্রানশিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গত বাসিন্দারা। আজ রায়গঞ্জের জলমগ্ন এলাকা পরিদর্শনে যান রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। গত দুবছর আগে রায়গঞ্জে যে কুলিক বাঁধের সংস্কার করা হয়েছিল তা এত তাড়াতাড়ি আবারও নষ্ট হয়ে যাওয়া নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এলাকার বন্যা পরিস্থিতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।