একটি পূর্ণবয়স্ক বাঘিনীকে প্রকাশ্যে পিটিয়ে মারল গ্রামবাসীরা

একটি পূর্ণবয়স্ক বাঘিনীকে প্রকাশ্যে পিটিয়ে মারল গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তরপ্রদেশ : একদল গ্রামবাসী প্রকাশ্যে পিটিয়ে মারল একটি পূর্ণবয়স্ক বাঘিনীকে। উত্তরপ্রদেশের পিলিভিট জেলার ঘটনা। গ্রামবাসীরা শুধু বাঘিনীকে পিটিয়ে মেরে ক্ষান্ত থাকেনি। সেই দুঃসহ মুহূর্তের ভিডিয়ো তুলে রাখা হল মোবাইলে।
লখনউয়ের ২৪০ কিমি দূরে পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ এলাকার সংলগ্ন গ্রাম মাতাইনা। সেখানে বুধবার বিকেলে একদল মত্ত গ্রামবাসী একটি ছয় বছরের বাঘিনীকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেললেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান বনকর্মীরা। কিন্তু ততক্ষণে সব শেষ। ময়নাতদন্তের পর বাঘিনীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ৩১ জন গ্রামবাসীকে চিহ্নিত করে পুলিস তাঁদের নামে এফআইআর করেছে। ময়নাতদন্তে ধরা পড়েছে বাঘিনীটির শরীর প্রায় সব অংশেই গুরুতর চোট ছিল।
এমন জঘন্য ঘটনার নিন্দায় সরব হয়েছেন পশুপ্রেমীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top