নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,৩১ শে জুলাই :ন্যাশনাল কমিশন বিলের প্রতিবাদে ধর্মঘটে সারা রাজ্যের পাশাপাশি এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে আউটডোর বিভাগ বন্ধ করে প্রতিবাদ জানালো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। এদিন বেলা দশটা পেরিয়ে গেলেও আউটডোর বিভাগের টিকিট কাউন্টারের সামনে রোগীদের লাইন থাকলেও বেলা গড়িয়ে যাওয়ার পরও খোলেনি আউটডোর বিভাগ।
যার ফলে দূর-দূরান্ত থেকে আসা প্রচুর রোগীরা কার্যত বিনা চিকিৎসাতেই বাড়ি ফিরে যায়। তবে এদিন এই ধর্মঘটের প্রভাব পড়েনি জরুরি বিভাগে এদিন সকাল থেকেই জরুরী বিভাগ ছিল সপ্তাহের আর দিনগুলির মতোই স্বাভাবিক। এদিন জরুরি বিভাগে বেশ কিছু রোগী জরুরি কালীন চিকিৎসা করান। অন্যদিকে হাসপাতালে আসা রোগীরা এই ধর্মঘট হওয়ায় সমস্যায় পড়েছেন। তাদের দাবি এইভাবে আউটডোর বিভাগ বন্ধ থাকায় তাদের সমস্যায় পড়তে হচ্ছে।