নিজস্ব সংবাদদাতা, বীরভূম,১লা আগস্ট :বীরভূম জেলা শাসকের বাংলা চত্বরে বোমাবাজির ঘটনায় এবার ফরেন্সিক দল। আজ দুপুর দুটো নাগাদ কলকাতা থেকে আসে দুই প্রতিনিধির ফরেনসিক দল। এদিন জেলাশাসকের বাংলো চত্বরের সিউড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তারা, সংগ্রহ করেন বোমার বিভিন্ন নমুনা। বোমার আঘাতে পুড়ে যাওয়া মাটি ও সুতলি সংগ্রহ করে নিয়ে যায় ফরেনসিক দলের সদস্যরা।
প্রসঙ্গত গত মঙ্গলবার রাত্রি আড়াইটা নাগাদ জেলাশাসকের বাংলা চত্বরে বেশ কয়েকটি বোম ফাটানো হয়েছিল। জেলাশাসকের বাংলোয় বোমাবাজির পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে উঠেছে সিউড়ি বাসী। ঘটনার পর সক্রিয় হয় পুলিশ। বাড়ানো হয় জেলাশাসকের নিরাপত্তার। সাথে সাথেই সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয় পুরো বাংলা চত্বর। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে চার জন দুষ্কৃতী কে। তারা প্রত্যেকেই বালি ব্যবসার সাথে যুক্ত বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল।
জেলাশাসকের বাংলো চত্বরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত শহরের মানুষ। তাদের বক্তব্য বীরভূমের কোন না কোন প্রান্তে রোজই বোমাবাজির ঘটনা ঘটে। এটা নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জেলাশাসকের বাসভবনে এহেন ঘটনায় আতঙ্কিত সিউড়ি বাসী।