নেদারল্যান্ড :প্রকাশ্যে বোরখা বা কাপড় দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ করল নেদারল্যান্ডস। নতুন নিয়মে দেশে প্রকাশ্যে কোনও ব্যক্তি ওড়না বা কালো কাপড় দিয়ে মুখ ঢাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবার কার্যকর করা হল এই আইন।
। প্রকাশ্যে যাতে মুখ দেখে চেনা যায়, তার জন্যই এই সিদ্ধান্ত। ফলে নিকাব দিয়ে মুখ ঢাকতে পারবেন না মুসলিম মহিলারা। শুধু নিকাবই নয়। নিষিদ্ধ করা হল মুখ ঢাকা হেলমেট এবং মাস্কও। এই আইনের অমান্য করলে প্রায় ১৫০ ইউরো(ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৫৭২ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। দেশের নিরাপত্তার কারণেই জারি করা হল এই আইন।
প্রকাশ্যে বোরখা বা কাপড় দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ করল নেদারল্যান্ডস
প্রকাশ্যে বোরখা বা কাপড় দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ করল নেদারল্যান্ডস
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram