নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩রা আগস্ট :ভিন রাজ্য থেকে পুজো দিতে এসে তারাপীঠে জলে ডুবে মৃত যুবক।
ভিন রাজ্য আসাম থেকে তারাপীঠে এসেছিলেন পুজো দিতে সপরিবারে। কিন্তু তারা মায়ের কাছে মঙ্গল কামনা করে আর বাড়ি ফেরা হলো না আসামের বাসিন্দা ওই পূর্নার্থীর। তারাপীঠের জীবিতকুণ্ডে স্নান করতে নেমে তুলিয়ে যান তিনি। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা এবং মন্দির কমিটির লোক তাকে উদ্ধার করতে নামলেও শেষ রক্ষা হয়নি।
আসাম থেকে আসা ওই পুণ্যার্থী আজ তারাপীঠের জীবিত কুন্ডে তলিয়ে যান দুপুর বারোটা নাগাদ, তারপর বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পর তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি, মৃত বলে ঘোষণা করা হয়।
তারাপীঠে জীবিতকুণ্ডের জলে ডুবে মারা যাওয়া ওই পুণ্যার্থীর নাম যীশু চক্রবর্তী। বয়স ৪০ বছর। তিনি আসামের রঙ্গিয়ার রুনিয়ার বাসিন্দা। মন্দিরে পুজো দেওয়ার আগে তিনি জীবিতকুন্ডের জলে নামার সময় দুর্ঘটনার কবলে পড়েন।
তারপর স্থানীয় বাসিন্দারা এবং মন্দির কমিটির লোকজন তাকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ভিন রাজ্য থেকে পুজো দিতে আসা ওই পুণ্যার্থী পরিবারের লোকজন স্বজন হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন।