এক অদ্ভুত ধরনের কন্যা শিশু জন্মকে ঘিড়ে আলোড়ন কালিয়াগঞ্জ হাসপাতালে

এক অদ্ভুত ধরনের কন্যা শিশু জন্মকে ঘিড়ে আলোড়ন কালিয়াগঞ্জ হাসপাতালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,৩রা আগস্ট :আজ সকালেই কালিয়াগঞ্জ হাসপাতাল জুড়ে হইচই এক অদ্ভুত ধরনের কন্যা শিশু জন্মকে ঘিড়ে আলোড়ন সৃষ্টি হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে। সদ্যোজাত অদ্ভুত শিশু কন্যাকে দেখতে হাসপাতালে ভিড় জমায় সাধারন মানুষ। শিশুটির দেহ একটি হলে ও এক সাথে যুক্ত দুটি মাথা, চোখ চারটা, মূখ দুটা এবং নাক দুটি, হাসপাতাল সুত্রে জানা যায় শুক্রবার রাতে প্রসব জন্ত্রনা নিয়ে কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপালে ভর্তি হন দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি থানার উদয়পূরের চৌসার বাসিন্দা সুভাষ চন্দ্র বর্মনের স্ত্রী সান্তনা বর্মন। শনিবার বেলা ১১.৩০ নাগাদ হাসপাতালের চিকিৎসক ডঃ তন্ময় রায় তত্তাবধানে কন্যা সন্তানের জন্ম দেন সান্তনা দেবী। শিশু কন্যার জন্মের পর দেখা যায় শিশুটি দেহ একটা হলেও এক সাথে যুক্ত দুটি মাথা, চোখ চারটা,মূখ ও নাক দুটি করে। বিষটি জানাজানি হতেই আলোড়ন ছড়ায় হাসপাতালে।

এই বিষয়ে চিকিৎসক তন্ময় রায় জানান,এই ধরনে শিশু খুব কম জন্ম গ্রহন করে। জন্ম গত সম্যসার কারনে এই ধরনে জন্ম গ্রহন করেছে। যাকে ডিপ্র সোপাস বেবি বলে। এই সব শিশুকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হবে। এই ধরনের শিশু জন্মের পড়েই মৃত্যু হয়।খুব বেশি শৈশব কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top