নিজস্ব সংবাদদাতা,আসানসোল,৪ ঠা আগস্ট :তৃণমূলের সক্রিয় এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লেবার হাট এলাকায়।
৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জীর বিরুদ্ধে সরব হয়েছিলেন ওই তৃণমূল কর্মী।
স্থানীয় কোক ওভেন থানায় বিষয়টি জানিয়ে ছিলেন। আজ সন্ধ্যায় পুলিশি মধ্যস্থতায় ব্যাপারটি মীমাংসা করে নেওয়ার জন্য যখন পুলিশ তাকে ডেকে পাঠায় সে সময় চন্দ্রশেখর ব্যানার্জীর অনুগামীরা তার ওপর চড়াও হয় বলে অভিযোগ টোটন দাসের।
https://www.youtube.com/watch?v=gHjuBYoMub0&feature=youtu.be