নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৪ ঠা আগস্ট :মা মেয়ের রহস্যমৃত্যু, মেয়ে মনীষা কুমারী সুপানকে (২১) রাজস্থানের কোটায় ডাক্তারীতে ভর্তির জন্য নিয়ে যাচ্ছিলেন মা মীনা ডোম (৪৫)। আজ সকালে মা ও মেয়ের দেহ উদ্ধার হয় মথুরা স্টেশনের কাছে রেল লাইন থেকে ।
দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের রাঁচী কলোনীর বাসিন্দা তারা । মা ও মেয়ের মৃতদেহ ইতিমধ্যেই দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা করিয়েছে রেল পুলিশ । আগামীকাল দুপুরের মধ্যে দুর্গাপুরে এসে পৌছানোর কথা ।