ইংল্যান্ড : আন্তর্জাতিক মঞ্চে ফের শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট উঠল এক বঙ্গকন্যার মাথায়। ব্রিটেনের সেরা সুন্দরী মিস ইংল্যান্ডের খেতাব জিতলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বাঙালি ভাষা মুখোপাধ্যায়। ২৩ বছরের এই তরুণী নিছক সুন্দরী মডেল নন।
মডেলিং করা তাঁর নেশা। পেশায় তিনি চিকিৎসক।এবছরের ‘মিস ইন্ডিয়া’র সঙ্গে ভাষাকে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে দেখা যাবে। সেই মুকুট কার মাথায় উঠবে তা দেখা সময়ের অপেক্ষা।