নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৫ ই আগস্ট : শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহেও হাজার হাজার ভক্তের ঢল বক্কেশ্বর শিব মন্দিরে।
একে তো শ্রাবণ মাস, তার ওপর আবার সোমবার। কথায় আছে সোমবার মানেই শিব ঠাকুরের বার। আর সে কারণেই বক্কেশ্বর এর উষ্ণ প্রস্রবণ এর পাশেই থাকা শিব মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই সোমবার।ভক্তদের মতে এই সোমবারে নিজের গন্তব্য স্থল থেকে পবিত্র জল নিয়ে গিয়ে যদি দেওয়া যায় শিবের মাথায়, তাহলে তিনি সন্তুষ্ট হন, এবং এবং যে যা মনস্কামনা রাখে তা সবই হয় পূর্ণ। কথায় আছে বাবা ভোলানাথ নাকি কাউকেই ফেরার না, সমস্ত ভক্তের ডাকে সাড়া দেন তিনি।
এদিন বীরভূমের প্রসিদ্ধ স্থান বক্রেশ্বর শিব মন্দিরে প্রায়ই কুড়ি থেকে পঁচিশ হাজার ভক্তের সমাগম ঘটে। রাত্রি প্রায় দুটোই শুরু হয় ভক্তদের আশা, এরপর একটু একটু করে বাড়তে থাকে ভিড়। সকাল হলে তো আর কথাই নেই, তিল ধারণের জায়গা থাকে না, সবই ভরে যায় বাবার ভক্তদের সমাগমে। নিজেদের মনস্কামনা পূরণের আশায় কাঁধে বাক,আর বাকের দুই পাশে লাগানো পিতলের জল ভর্তি ঘটি। যে যার গন্তব্য স্থল থেকে পায়ে হেঁটে প্রবেশ করে এই মন্দিরে।
বাবার মাথায় জল ঢালতে সে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। এদিন বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে দুবরাজপুর থানার পক্ষ থেকে।