আর কিছুদিন পরেই মুক্তি পাবে বিদ্যা বালনের ছবি ‘মিশন মঙ্গল’। আর তার আগেই কিনা এমন খবর? অভিনেত্রী নাকি গর্ভবতী! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখবর। অনেকে তো বিদ্যাকে শুভেচ্ছাও জানিয়েছেন। সম্প্রতি মুম্বইয়ের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত তাঁকে শাড়িতেই দেখা যায়। কিন্তু এদিন বিদ্যা পরেছিলেন কালো ম্যাক্সি ড্রেস ও ডেনিম জ্যাকেট।
বিদ্যার সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। আর তারপর থেকেই তাঁর গর্ভবতী হওয়ার খবর নিয়ে সরগরম হয় সোশ্যাল মিডিয়া। কারণ এই ধরনের জামাকাপড় সেলেব্রিটিরা অন্তঃসত্ত্বা হলেই পরেন। আর এতেই চটেছেন বিদ্যা। একে তো গুজব তাঁর অপছন্দ।যদিও নিজে সোশ্যাল মিডিয়ায় এনিয়ে এখনও কিছু বলেননি তিনি।