নয়াদিল্লি: বিগত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷ ঠিক কী হতে চলেছে, সন্ত্রাসবাদ নির্মূল নাকি ৩৭০ ধারা তুলে দেওয়া, কোন দিকে এগোচ্ছে কাশ্মীরের বিষয়টি, উপত্যকায় কেন্দ্রের বারবার সেনা মোতায়েন সেই বিষয়টিই যেন থেকে থেকে মাথাচাড়া দিয়ে ওঠে৷
রবিবার মধ্যরাতে হঠাৎ করেই গৃহবন্দি করা হয় দুবারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাকে। শুধু তাই নয়, গৃহবন্দি হলেন প্রাক্তন বিধায়ক সাজ্জাদ লোনও। গ্রেফতার করা হয় সিপিএম নেতা ইউসুফ তারিগামি এবং কংগ্রেস নেতা উসমান মজিদকেও৷ উপত্যকা জুড়ে জারি করা হল ১৪৪ ধারা। অনির্দিষ্ট কালের জন্য জারি করা হয়েছে কার্ফু।
রাত কাটতে না কাটতেই সোমবার রাজ্যসভায় আর্টিকল ৩৭০ তুলে নেওয়ার প্রস্তাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এও বলা হয়েছে, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সেখানে কোনও বিধানসভা থাকবে না। আর জম্মু-কাশ্মীরের প্রতি কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েই সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ দাগছেন মেহবুবা মুফতি৷ সোমবার সকালে এক ঘন্টার মধ্যে পর পর সাতটি ট্যুইট করেছেন তিনি৷