নিজস্ব সংবাদদাতা,আসানসোল,৫ ই আগস্ট :স্ত্রীর চোখের সামনেই জলে তলিয়ে মৃত্যু হল স্বামীর l ঘটনাটি ঘটে রানীগঞ্জের ৯০ নাম্বার ওয়ার্ডের ফটক দুয়ার এলাকার বাপি পুকুরে। ঘটনা প্রসঙ্গে জানা যায় সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বছর তিরিশের উত্তম ডোম তার স্ত্রী গুঞ্জ ডোম কে সঙ্গে নিয়ে পুকুর গেছিলেন মুখ ধুতে সে সময়ই হঠাৎ তার স্ত্রীর সামনেই মৃগী রোগে আক্রান্ত হয়ে স্বামী উত্তম জলে পড়ে যায়
বিষয়টি লক্ষ্য করে স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য স্থানীয়দের ব্যাপক ডাকাডাকি করলেও কেউই তাদের ডাকে সাড়া দেয়নি বলেই দাবি তার এরপর কয়েকজন পৌঁছে রানীগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ স্থানীয়দের সহায়তায় জাল ফেলে দেহ উদ্ধার করে। পরে দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় তার স্ত্রীর একমাত্র খোভ স্থানীয়দের এত কাকুতি-মিনতি করে ডাকার পরও কেউ এলো না তার ডাকে হয়তো কেউ এগিয়ে এলে বাঁচানো যেত তার স্বামীর প্রাণ।