নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৫ ই আগস্ট : বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু এই রেলের জমিতে দুর্গাপুজোর করতে পারবে না এমনটাই জানানো হয়েছে রেল তরফে নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ ৫৭ বছরের শিলিগুড়ির সেন্ট্রাল কলোনীর ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো করা যাবে না বলে সেন্টাল কলোনী দূর্গা পূজা কমিটি কে বিজ্ঞপ্তি দেন রেলাধিকারীকেরা। সেন্টাল কলোনী দূর্গা পূজো কমিটির অবস্থান মঞ্চে অবস্থান করতে আসছেন গৌতম দেব।অশোক ভট্টাচার্য সহ কংগ্রেস বিধায়ক শংকর মালাকার ও বিজেপি জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী।
শিলিগুড়ি সবচেয়ে বড় পুজো সেন্টাল কলোনী দূর্গা পূজা কমিটির দুর্গাপুজো বন্ধের চক্রান্ত করছে রেল,এমনই অভিযোগ তুলে নিউ জলপাইগুড়ি রেল এরিয়া ম্যানেজার অফিসের সামনে বিক্ষোভ সেন্টাল কলোনী দূর্গা পূজা কমিটির সদস্যদের।পূজা কমিটির সাথে অবস্থান বিক্ষোভ করতে দেখা গেছে শংকর মালাকার এবং শিলিগুড়ি করপেরশন কাউন্সিলার থেকে বিরোধী দলনেতা রঞ্জন সরকার সহ।