নৈহাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কাটমানি পোস্টার

নৈহাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কাটমানি পোস্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণার,৬ ই আগস্ট : এবার নৈহাটিতে কাটমানির পোস্টার।
এবার উত্তর ২৪ পরগণার নৈহাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কাটমানি পোস্টার। সোমবার রাতে নৈহাটি স্টেশনে বিধায়ক পার্থ ভৌমিক এর ভাই শেখর ভৌমিক এর নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোষ্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা,নৈহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখর ভৌমিক ২০১৬ সালে কাউন্সিলর হয়ে কোন যাদুবলে ২০১৮ সালের অক্টোবর মাস থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত ভারতীয় জীবন বীমার পেনশন স্কীমে তার স্ত্রী লীনা ভৌমিক ও তার কন্যা উপাসনা ভৌমিক এর নামে ৩৩ লক্ষ টাকা জমা পড়েছে।

এটা কি উপার্জনের টাকা নাকি কাটমানির টাকা। এই বিপুল পরিমাণ টাকা আয়ের উৎস কোথায় জানতে চেয়ে পোস্টার দেওয়া হয়েছে নৈহাটির বিজেপি নেতা গণেশ দাস নিজের নাম দিয়ে এই পোস্টার দিয়েছে।এ বিষয়ে শেখর ভৌমিক এর সাথে যোগাযোগ করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বাড়িতে গেলেও তার কোন দেখা পাওয়া যায়নি। এ বিষয়ে শেখর ভৌমিক এর দাদা তথা নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক মুখে কুলুপ এঁটেছেন।সব মিলিয়ে নৈহাটি তৃণমূল কংগ্রেসকে বিরাট রাজনৈতিক চাপে ফেলে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top