নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৬ ই আগস্ট : চিনার পার্ক এর রাস্তা অবরোধ কাঠমানি নেওয়ার অভিযোগ কার কাউন্সিলরের বিরুদ্ধে l কাউন্সিলর এর নাম আজিজুল হোসেন মন্ডল
চিনার পার্ক থেকে রাজারহাট যাওয়ার যে রুট সেই রুটের অটো, টোটো ও ম্যাজিক গাড়ি চালক ইউনিয়ন দের থেকে কাটমানি নেয়ার অভিযোগে এই ইউনিয়ন তরফ থেকে আজ চীনা পার্ক মোড়ে রাস্তা অবরোধ করা হয়েছে।
বিধান নগর পুরো নিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির বিরুদ্ধে কাটমানি নেয়ার অভিযোগ
তৃণমূল কর্মীদের সঙ্গে যারা অপরাধ করছিলো আরেক গোষ্ঠী তাদের সঙ্গেও ঝামেলা
এছাড়া আরো অভিযোগ ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় এর বিরুদ্ধেও, ঘটনার স্থলে খবর পেয়ে পুলিশ এলে
পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়