নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৬ ই আগস্ট :সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে ধরা পড়ল ৩ দুষ্কৃতী।
ঘটনাটি ঘটেছিল গত শনিবার।বীরভূমের সিউড়ির পাইকপাড়া অঞ্চলে সকালবেলায় সেক শামীম শাহ নামে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ।প্রথমের দিকে ওই যুবককে অজ্ঞাত পরিচয় মনে করা হলেও পরবর্তীকালে জানা যায় সে সিউড়ি পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।তাকে খুন করা হয়েছে এমনই সন্দেহ ছিল স্থানীয় বাসিন্দাদের । তার পরই তড়িঘড়ি সিউড়ি থানার পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। মৃতদেহটিকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে।
দোষীদের কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলে এলাকার বাসিন্দারা সেদিন বিকেল বেলাতে পথ অবরোধের শামিল হয়।কিন্তু পুলিশের আশ্বাসে এই অবরোধ উঠে যায় ১৫ মিনিটের মধ্যেই।পরদিন সিউড়ি থানার সামনেও বিক্ষোভ দেখান স্থানীয়রা । পুলিশ আশ্বাস দিয়েছিল কয়েকদিনের মধ্যেই দোষীদেরকে গ্রেপ্তার করা হবে। যার ফলে এলাকার মানুষ এবং পুলিশ যৌথভাবে খুনের কিনারা করল ।মঙ্গলবার ৩ জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনুমান শামীম শাহ কে খুন করেছে ওই তিনজন এমনই অভিযোগ তাদের। ওই ওয়ার্ডের কাউন্সিলার কাজী ফরজউদ্দিন জানান যেখানে মৃতদেহ ফেলে রাখা হয়েছিল তার পাশের একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তারই ফুটেজ আমরা সংগ্রহ করি। তারপর সেগুলিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ।
খুনের কিনারা হওয়ায় স্বভাবতই খুশি ওই এলাকার বাসিন্দারা। অপরদিকে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত বেবী খাতুন তার মা জাহানারা খাতুন ও তার ভাই ২ তিনজন যে বাড়িতে থাকতো সেই বাড়িতে ভাঙচুর চালায় এলাকার স্থানীয়রা।এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।