কাশ্মীর উপত্যকাজুড়ে চলছে নিরাপত্তা বাহিনী টহল। শুক্রবার জু্ম্মার নামাজের কথা মাথায় রেখে সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ অনেকটাই তুলে নেওয়া হয়েছে। তবে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা অংশিক সচল হয়েছে,
কিছু দোকানপাট খুলেছে। সবে মিলিয়ে ৩৭০ ধারা বিলোপ ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার পর এক প্রকার খুঁড়িয়েই স্বাভাবিক হচ্ছে কাশ্মীর।