দু’মাসের জন্য তিনি ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন। এম এস ধোনি এখন রয়েছেন কাশ্মীরে। নিজের ব্যাটালিয়নের সঙ্গে টহল দিচ্ছেন তিনি। কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটালিয়নের সঙ্গে রয়েছেন লেফটেনেন্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি।
প্যারা মিলিটারির সাম্মানিক পদে থাকা ধোনিকে দেখা যাচ্ছে কাশ্মীরের একাধিক এলাকায়। এবার শোনা যাচ্ছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে সদ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত লাদাখে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন ধোনি।