নিজস্ব সংবাদদাতা,মালদা,৯ ই আগস্ট : গোলাম নবী আজাদ থেকে অধীর চৌধুরী ৩৭০ধারা নিয়ে তারা যা বলছেন তা দলের কথা তাদের মনের কথা নয়। আজ সকালে দক্ষিণ দিনাজপুর যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে একথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন সকালে দক্ষিণ দিনাজপুরে যাওয়ার উদ্দেশ্যে গৌড় এক্সপ্রেস দিলীপবাবু মালদা টাউন স্টেশনে নামেন। সেখানে তিনি বলেন, বুনিয়াদপুর সার্কিট হাউসে তাকে বুকিং না দেওয়া এটা নতুন কিছু নয় রাজ্য সরকার তাদের কোনো রকম সহযোগিতা করে না। আমরা আমাদের সাধারণ কর্মীদের বাড়িতে থেকে কাজ করে অভ্যস্ত। তৃণমূল এখন সেটাকে অনুকরণ করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তাদের বিধায়করা বিক্ষোভের মুখে পড়ছে। তাদের দলটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তৃণমূলের নেতারা জনগণ থেকে বিচ্ছিন্ন তার কারণ হচ্ছে দুর্নীতি। মানুষকে এরা প্রতারিত করেছে। আজকে মানুষ জবাব চাইছে। জনসংযোগ সম্পর্ক অভিযান করতে গেলে সেটা সম্ভব না সেটা তাদের সাজেও না। বিজেপি ভাঙ্গাতে কেউ পারবেনা। তাদের লোকেরাই আজকে দিশাহারা হয়ে গিয়েছেন। তৃণমূলের মধ্যে অনেকেই বিজেপিতে আসতে চাইছেন।তাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।ওরা ক্ষমতায় আছে আমরা ক্ষমতায় নেই পুলিশ দিয়ে মামলার ভয় দেখানো হচ্ছে। তাই কিছু কিছু লোক ফিরে যেতে বাধ্য হচ্ছেন।