নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৯ ই আগস্ট : নিয়ন্ত্রণ হারানো লরি পিষে দিলো বাইক চালককে, প্রতিবাদে পথ অবরোধ।
সাত সকালেই বীরভূমের নলহাটিতে পথদুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারালেন তরতাজা এক যুবক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘাতক ওই লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে নামে, বাহাদুরপুর থেকে যাওয়ার রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। স্থানীয়দের দাবি, লরি চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মৃত বাইক আরোহীর নাম মাসুম সেখ। বয়স ১৮ বছর। তিনি নলহাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সকালে বীরভূমের নলহাটি ১১ নং ওয়ার্ডের বাইপাস রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি লরি পাথর বোঝাইয়ের ফাঁকা লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার পর লরির চালক পলাতক।স্থানীয় বাসিন্দা রবিউল আলম জানায়, “আমাদের এখানে এলাকার মধ্যে বেশিরভাগ সময় দ্রুত গতিতে গাড়ি গুলি পেরিয়ে যায়। পুলিশের তরফ থেকে মাঝেমধ্যে গতি নিয়ন্ত্রণের জন্য দেওয়া হয়, কিন্তু তারা সব সময় থাকে না। গাড়ি চালকের নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর জন্যই আজ একটি তরতাজা প্রাণ চলে গেল।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, “পুলিশ দ্রুত এলাকার মধ্যে চলাচল যানবাহনের গতি নিয়ন্ত্রণ করুক।”প্রত্যক্ষদর্শীরা জানায় মদ্যপ অবস্থায় লরি চালাচ্ছিলেন ঘাতক লরির চালক। পথ অবরোধের খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।