নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,৯ ই আগস্ট : বেলডাঙায় ঝোলা ও ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার। শুক্রবার বেলডাঙা থানার কাপাসডাঙা গ্রামের দিঘী পাড়া এলাকার ছাগল চড়া মাঠ থেকে এই তাজা বোমা উদ্ধার করে বেলডাঙা থানার পুলিশ।
অনুমান প্রায় ৪০-৫০ টি তাজা বোমা আছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। পুলিশ বোমস্কোয়াডকে খবর দিয়েছে।