নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১১ ই আগস্ট :ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে শিক্ষকের বাড়ির দোতলা থেকে কোনক্রমে ছুটে সম্মান বাঁচানো ছাত্রী।
সিউড়ির কল্পতরু পল্লীর বাসিন্দারা পেশায় স্কুল শিক্ষক জয় মিশ্র। অভিযোগ এই জয় মিশ্র আজ সকালে প্রাইভেট টিউশন পড়ানোর নাম করে তার এক নাবালিকা ছাত্রীকে ফোন করে নিজের বাড়িতে ডাকে। বাড়িতে তখন ছিলেন না তার স্ত্রী, সেই সুযোগকে কাজে লাগিয়ে দোতালায় নিয়ে যায় ছাত্রীকে। এরপর প্রথমে তার শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয়, পরে শরীরের বিভিন্ন জায়গায় ও গোপনাঙ্গে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে।
কোনোক্রমে ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে প্রাণ ভয়ে ছুটে নিচে নেমে আসে, এবং বাড়ি গিয়ে সমস্ত ঘটনা জানাই পরিবারের লোককে।
পুরো ঘটনা নাবালিকার কাছ থেকে শোনার পর এই মর্মে সিউড়ি থানায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পাওয়ার পর ওই স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে সিউড়ি থানার পুলিশ। নাবালিকা ও স্কুল শিক্ষক দু’জনকেই ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও ওই স্কুল শিক্ষক দাবি করেন সমস্ত তাই ভিত্তিহীন, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কেন ফাঁসানো হয়েছে এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। অপরদিকে ওই শিক্ষকের স্ত্রীর অভিযোগ সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। তার বোনও বাড়িতে ছিলেন। শুধু ওকে একা নয় আরো সমস্ত ছাত্রীদেরকে ডাকা হয়েছিল টিউশন পড়ার জন্য। কিন্তু কেউ উপস্থিত না হওয়ায় তাকেও বাড়ি চলে যেতে বলা হয়েছিল। কিন্তু আমার স্বামীকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন।নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের. কোনোরকমে সম্মান বাঁচালো ছাত্রী