নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৮ই আগস্ট: লাভপুরে বোমার আঘাতে খুন হতে হল ডালু শেখ নামে এক বিজেপি নেতাকে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বিজেপি নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে।
ডালু শেখ মনিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা বলে পরিচিত। লাভপুরের দ্বারকা পঞ্চায়েতের মিরবাঁধ গ্রামের বাসিন্দা তিনি। মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার রাত নটার সময় ডালু শেখকে লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে। আর সেই বোমার আঘাতে তিনি মারা যায়। স্থানীয়দের এও দাবি, ঘটনার সময় ডালু শেখের সাথে তার আরো এক সঙ্গী ছিলেন। সেই সঙ্গীও নিখোঁজ।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত হওয়ার সপ্তদশ লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগদান করেছিলেন লাভপুরে তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম। বোমার আঘাতে নিহত ডালু শেখ মনিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা বলে স্থানীয়দের দাবি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ। এলাকায় গতকাল রাত থেকেই ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনার খবর করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের মতো ঘটনাও ঘটে।
যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কে বা কারা বোমা নিক্ষেপ করেছে তা সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার কারণে কি বোমা নিক্ষেপ করে খুন হতে হল ডালু শেখকে? নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস ।