নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২১ শে আগস্ট :এক ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকির অভিযোগে গ্রেফতার এক কুখ্যাত দুষ্কৃতী দিলীপ ব্যানার্জি ওরফে হাতকাটা দিলীপ । গতকাল রাতে তাকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।
অভিযোগ, গত ১৯ আগস্ট রাতে লেক টাউনের বাসিন্দা ওই প্রমোটিং ব্যবসায়ীর বাড়িতে সদলবলে চড়াও হয় হাতকাটা দিলীপ। ওই ব্যবসায়ীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ হাতকাটা দিলীপের বিরুদ্ধে ।
অভিযোগকারী প্রমোটিংয়ের ব্যবসায়ির কাছ থেকে মাস দুয়েক আগে লেক টাউন এলাকায় একটি নির্মিয়মান ফ্লাট এর কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ হাতকাটা দিলীপের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর থেকে আবার টাকা চেয়ে হুমকি দেয় হাতকাটা দিলীপ ও তার দলবল। কিন্তু ওই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বাড়িতে দলবল নিয়ে ঢুকে হুমকি দেয় হাতকাটা দিলীপ অভিযোগ ওই ব্যবসায়ীর। ধৃত কে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।