নিজস্ব সংবাদদাতা,আসানসোল,২৩ শে আগস্ট :আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ১০৪ নাম্বার ওয়ার্ডের শাকতোড়িয়া হাসপাতাল মোড়ে রাস্তা অবরোধ করে এলাকা বাসীরা।এলাকার মানুষের অভিযোগ যে এই শাকতোড়িয়া এলাকাতে দীর্ঘ দীন ধরে পানীয় জলের অসুবিধার সন্মুখীন হয় এলাকার মানুষেরা । যদিও কলে জল সাপ্লাই দেই তাও নির্দিষ্ট কোন টাইম নেই কখনো মধ্যরাত্রে জল দেই ।তাই জলের কস্ট থাকাতে আজকে পুরুলিয়া ও বরাকর সড়ক অবরোধে সামিল হন পুরুষ ও মহিলা রা ।তারা জল রাখার খালি পাত্র নিয়ে রাস্তার মধ্যে রাখে ।
তাদের দাবি সামনে ই সি এলের শাকতোড়িয়া হেডকোয়ার্টার দপ্তর ।ও সামনে ডিসেরগড় দামোদর নদী ।তা সত্যেও জলের অশুবিধা তাই বাধ্য হয়ে আজ এই রাস্তা অবরোধের সামিল হন ।এলাকার মানুষের দাবি নির্দিষ্ট দু টাইম জল দেবার ব্যাবস্থা করতে হবে ।সকাল 9টা থেকে চালু হয় অবোরোধ ।ঘটনাস্থলে কুলটি থানার শাকতোড়িয়া ফাড়ির পুলিশ।