নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,২৪ শে আগস্ট : দ্বাদশ শ্রেণীর এক প্রতিবন্ধী ছাত্রকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ স্কুলের ইংলিশ শিক্ষিকার বিরুদ্ধে l ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার শিবপুর সম্মতি নগরে l আহত প্রতিবন্ধী ছাত্রের নাম ফারহিন আলম কালিতলা এল কে হাই স্কুলের ছাত্র ।
আজ ক্লাসে শুরুতেই যুথিকা গড়াই নামের এক ইংলিশ টিচার ফারহিন আলম কে একটা ইংলিশ গ্রামার করতে দেয় সেখানে এক লাইন ভুল হয়ে গেলে যুথিকা ম্যাডাম ফারহিন আলমকে বেশ কিছুক্ষন ধরে একই জায়গায় একটি স্কেলের বাড়ি মারতে থাকে যেহেতু ফারহিন আলম শারীরিক প্রতিবন্ধী হাওয়াই মাটিতে লুটিয়ে পড়ে এবং স্কুলের অন্য ছাত্ররা তাকে জল ঢেলে সুস্থ করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে l
সেখানে এসে জানা যায় ফারহিন নামের ছাত্রটির হাতটি ভেঙে গেছে ফারহিনের বন্ধুরা এবং তার বাবা-মা অভিযোগ করছেন যে তাদের ছেলেকে ইংলিশ টিচার যুথিকা গড়াই তাদের ছেলেকে মেরে হাত ভেঙে দিয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ কোন সহযোগিতা করেনি ও কোন স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়নি স্কুলের পক্ষ থেকে l ছেলে প্রতিবন্ধী জেনেও এরকম অমানসিক হতে পারে একজন শিক্ষক অবাক ফারহিন আলমের মা এবং বাবা l তারা শিক্ষকের নাম থানায় অভিযোগ করবে বলে জানিয়েছে ।