.
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৪ শে আগস্ট : আসানসোলের এক বিএড কলেজে বিক্ষোভ। ঘটনাটি ঘটে আসানসোল অশোকনগর বিদ্যাসাগর সরণি বিদ্যাপতি বিএড কলেজে। এই কলেজে ৩০ জন ছাত্র- ছাত্রীর মধ্যে ১৫ জনের কাছ থেকে এডমিশনের জন্য ৩০ হাজার টাকা করে দেয় কলেজ কর্তৃপক্ষকে।
কলেজের এক ছাত্রী জানায় তারা ২০১৮-১৯ বর্ষে ভর্তি নিলেও কোনো রকম পরীক্ষা নেওয়া হয়নি l পরে ঐ কলেজের ছাত্রছাত্রীরা জানতে পারে এই কলেজে বিএড এর কোন অনুমোদন নেই l কলেজ কর্তৃপক্ষ মিথ্যা কথা বলে তাদের সকলের কাছ থেকে টাকা নিয়েছে l পরীক্ষা না হওয়ায় শনিবার সকালে ছাত্রছাত্রীরা টাকা চাইতে গেলে কর্তৃপক্ষের কাছে সেই সময় নাকচ করে দেয়। এমনকি কলেজের শিক্ষক দের এর আগেও জিজ্ঞাসা করলে তারা বলেছিলেন কলেজের কোনো সমস্যা নেই l ক্লাস হলেও পরীক্ষা না হওয়ায় তাদের সন্দেহ হয় এবং তারা জানতে পারে কলেজের বি এড এর অনুমোদন নেই l কলেজের মালিক তারিখের পর তারিখ দিয়ে গেলেও টাকা ফেরত দেয়নি l সেই নিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে ঐ বিএড কলেজে এর ফলে ঐ এলাকায় একটি অশান্তির পরিবেশ তৈরি হয়।