নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৪ শে আগস্ট : বিশ্বজুড়ে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী মহোৎসব, পিছিয়ে নেই শহর শিলিগুড়িও। জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে শিলিগুড়ির ইস্কন মন্দির। জন্মাষ্টমী উপলক্ষে এদিন শিলিগুড়ি ইসকন মন্দির চত্বরে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় কয়েকশো কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। এদিন প্রতিযোগীদের মনোবল বাড়াতে উপস্থিত হন সমাজসেবী বাবলু তালুকদার। তিনি প্রতিযোগীদের চকলেট দিয়ে তাদের মনোবল বাড়ান এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আগামী দিনে যাতে শিলিগুড়ি ইসকন মন্দিরে একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন করা যায়, তার চেষ্টা চালানো হচ্ছে।