নেটফ্লিক্সের সুপারহিরো ছবিতে এবার দেশি গার্ল

নেটফ্লিক্সের সুপারহিরো ছবিতে এবার দেশি গার্ল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার। অভিনেত্রীর অনেক দিনের সাধ ছিল কোনও সুপারহিরো ছবিতে কাজ করার। এবার সেই ইচ্ছেই পূরণ হল। সৌজন্যে খ্যাতনামা হলিউড পরিচালক।
পরিচালনা করবেন ‘আলিটা: ব্যাটেল অ্যাঞ্জেল’ খ্যাত পরিচালক রবার্ট রড্রিগেজ। সুপারহিরো সেই ছবির নাম ‘উই ক্যান বি হিরোজ’। যা মুক্তি পাবে নেটফ্লিক্সের ময়দানে।

গতে বাঁধা কাজে কোনও দিনই নিজেকে বেঁধে রাখেন না প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও তিনি এখন সমান জনপ্রিয়। দেশি গার্ল এখন গ্লোবাল আইকন। ‘কোয়ান্টিকো’র পর হলিউডি ছবিতে অভিনয়ও করেছেন উপরন্তু রাষ্ট্রসংঘের শুভেচ্ছা দূতের দায়িত্ব এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে মিস গ্রাদেনকোর ভূমিকায়।

ছবির অন্যান্য শিল্পীদের নামও ঘোষণা করেছে নির্মাতাদের তরফে। প্রিয়াঙ্কা ছাড়াও ‘উই ক্যান বি হিরোজ’ ছবিতে দেখা যাবে ক্রিশ্চিয়ান স্লেটার, ইয়া গোসেলিন, আকিরা আকবর, অ্যান্ড্রু ডিয়াজ, অ্যান্ডি ওয়াকেন, বয়েড হলব্রুক, হালা ফিনলে, ইসাইয়া রাসেল বেইলি, লোটাস ব্লসম, লিয়ন ড্যানিয়েলস, নাথান ব্লেয়ার, সাং কাং, ভিভিয়েন লায়রা ব্লেয়ার, আদ্রিয়ানা বারাজা, ক্রিস্টোফার ম্যাকডোনাল্ড এবং পেদ্রো পাস্কাল-এর মতো একঝাঁক হলিউড অভিনেতারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top