জন্মাষ্টমীর শুভক্ষণে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎ কৃষ্ণরূপে ধরা দিলেন অভিনেতা মীর । তাঁর ছবিটি নেটদুনিয়ার প্রশংসা কুড়োলেও বিতর্কও পিছু ছাড়ল না।ছবিতে দেখা যাচ্ছে, হাতে বাঁশি নিয়ে একেবারে কৃষ্ণ অবতারে মীর। যদিও এ কৃষ্ণের চোখে আবার চশমা আঁটা। আর রাধা হলেন রিমঝিম মিত্র। জন্মাষ্টমীতে ছবিটি পোস্ট করে মীর লিখেছেন, “ট্রোলকে স্বাগত জানাই। কিন্তু তার আগে দয়া করে জেনে নিন, এই ছবিটি ২০০৫ সালের। জি বাংলার প্রোগ্রাম হাউ মাউ খাউ-এর জন্মাষ্টমীর স্পেশ্যাল পর্বের জন্যই এমন সাজ। দুঃখের বিষয় হল পর্বটির কোনও রেকর্ডিং আমার কাছে নেই। তবে আমি নিশ্চিত এই ছবিটাই অনেক কথা বলে। ছবি পোস্টের পর থেকেই ঠাট্টা-মশকরা শুরু হয়।
বাঙালি কমেডিয়ানের অনুরাগীদের অনেকেই লেখেন, “কোনও ট্রোল নয়। আপনার জন্য শুধুই ভালবাসা।” অনেকে আবার চশমা আঁটা কৃষ্ণের রূপ নিয়ে হাসি-তামাশা করেন। কিন্তু মীরের এই ছবির সমালোচনাও করেছেন অনেকে।