নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৭শে আগস্ট : পোস্ট অফিসের এনএসসি জাল করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঋণ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল সিউড়ির কল্পতরু পল্লীর বাসিন্দা সঞ্জয় চৌধুরী। অভিযোগ দিন কয়েক আগে ৩০ লক্ষ টাকার একটি এন এস সি সার্টিফিকেট নিয়ে কানাডা ব্যাংকের ব্রাঞ্চে যায়, এবং ম্যানেজারের কাছে ২২ লক্ষ টাকা ঋণ চায়। সার্টিফিকেট দেখার পর তার ঋণ মঞ্জুর করে ব্যাংক কর্তৃপক্ষ।
ঋণ মঞ্জুর করার পর ২২ লক্ষ টাকা দেওয়ার আগে যে ডকোমেন্টস ব্যাংকে দিয়েছিল সঞ্জয় তা যাচাই করে নিতে চাই ব্যাংক কর্তৃপক্ষ, যোগাযোগ করে পোস্ট অফিসের সাথে। আর সেখানে গিয়েই ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে যে এন এস সি সার্টিফিকেট ব্যাংকে জমা দিয়েছে সঞ্জয় সেটি ভুয়া সার্টিফিকেট। এরপর ব্যাংকের ম্যানেজার রিচা কুমারি ফোন করে ব্যাংকে ডাকে সঞ্জয়কে, সাথে সাথে খবর দেয় সিউড়ি থানায়। সঞ্জয় ব্যাঙ্কে এলে সিউড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ব্যাংকের পক্ষ থেকে সিউড়ি থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা, বা কোন চক্র চলছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।