নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২ রা সেপ্টেম্বর :রাজারহাট খড়িবাড়ির রোডের খড়িবাড়ি মোড়ে রাস্তা অবরোধ ঘটনাস্থলে শাসন থানার পুলিশ।
রাজারহাট খড়িবাড়ির রোডের রাস্তা অবরোধ করে এলাকার সাধারণ মানুষ খড়িবাড়ি এলাকার মানুষেরর দাবি এই এলাকার মূল জীবিকা মাছ চাষ ও খড়িবাড়ি মাছ বাজার তার উপর নির্ভরশীল হাজার হাজার সাধারণ মানুষ যে সমস্ত মাছ ব্যবসায়ী জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাছ নিয়ে আসে খড়িবাড়ি মাছ বাজারে তাদের উপর রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলার অভিযোগ ।
আজ রাতে মাছ ব্যবসায়ী দের কে কিছু দুষ্কৃতীরা মারধর ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ তাই নিয়ে খড়িবাড়িতে রাস্তা অবরোধ করে মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে শাসন থানার পুলিশ দুষ্কৃতী দের গ্রেফতার করা হবে সেই আশ্বাস পাওয়া পর অবরোধ ওঠে