নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর,২ রা সেপ্টেম্বর :এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ গুরুতর আহত ১ ।
শোকস্তব্ধ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর । জানা যায় ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের দিক থেকে একটি লরি আসছিল। লরিটি যখন গঙ্গারামপুর শহরের কালিতলা এলাকায় পুনর্ভবা ব্রিজের উপর উঠছিল ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান ওই চায়ের দোকানে সেসময় কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও ভ্যান চালক চা পান করছিলেন ঘটনায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ২ জন সিভিক ভলেন্টিয়ার যারা ওই দোকানে সেসময় চা পান করছিলেন এবং ওই দোকানে থাকা ওপর দুই জন ঘটনাস্থলেই মারা যান এবং অপর এক সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান । আর এক জন সিভিককে মালদা ম্যডিকেলে চিকিৎসা রতো রয়েছে