নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২রা সেপ্টেম্বর :সব্যসাচীর গণেশ পুজোয় এবারের সবচেয়ে নজরকাড়া বিষয় হল বিজেপি নেতাদের উপস্থিতি। এদিনের অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেননরা। পুজোর উদ্বোধন করেন তাঁরা।
সঙ্গে সৌজন্য বিনিময় তো ছিলই। এদিনের অনুষ্ঠানে সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়েই মুকুল রায় বলেন, “সব্যসাচী হলেন এমন এক ব্যক্তি, যিনি খোদ মুখ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। আজ পুজোর উদ্বোধনে আমাদের ডেকেছেন সব্যসাচী। সেজন্য হয়তো সব্যসাচীর বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”