নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩রা সেপ্টেম্বর : নিজাম প্যালেস সিবিআই দপ্তরে এলেন মদন মিত্র ও সৌগত রায় l
নারদাকাণ্ডে এবার সৌগত রায়ের ভয়েস রেকর্ড করল সিবিআই। সকালেই নিজাম প্যালেসে হাজিরা দিতে যান সৌগত রায়।
সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের সৌগত রায় বলেন, “আজ শুধুই ভয়েস রেকর্ড করা হয়েছে। প্রায় ২ বছর পর আমাকে ডাকল সিবিআই। আমি এসেছি, আগামীদিনেও আসব।
প্রসঙ্গত, নারদা স্টিং ফুটেজে দেখা যায়, ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন সাংসদ সৌগত রায়। ২০১৪ সালে ২৭ এপ্রিল তিনি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। ম্যাথুর দাবি, সৌগত রায় সেই সময় টাকার বিনিময়ে তাঁকে ব্যবসায় সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ইতিমধ্যেই সিবিআই দফতরে ঢুকেছেন মদন মিত্র। তবে সিবিআইয়ের এই সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইকবাল আহমেদ । আগামী সপ্তাহে এই মামলাটি শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচি।