হিঙ্গলগঞ্জ এর ডাকাতির ঘটনায় নয়া মোর, গ্রেপ্তার শিক্ষক

হিঙ্গলগঞ্জ এর ডাকাতির ঘটনায় নয়া মোর, গ্রেপ্তার শিক্ষক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৩রা সেপ্টেম্বর :বসিরহাট মহকুমায় হিঙ্গলগঞ্জ ব্লক এর বাঁকড়ায় গত ২২-০৮-২০১৯ রাত্র একটা ১৫ মিনিটে নির্মল রায় সশস্ত্র দুষ্কৃতী হামলা হয়েছিল। ডাকাতি রুখে দিয়েছিল গৃহকর্ত্রীরা। প্রতিবাদ করলে গৃহকর্তা নির্মল রায় তার স্ত্রী মালতি রায় সহ ছেলে ও পুত্রবধূ মহিলা সহ জখম হয়ে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই ঘটনার জেরে একদিকে বাঁকড়া গ্রামে আতঙ্কের পরিবেশ ।অন্যদিকে ঘরে তালা ভেঙে রায় পরিবারের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ বেধে যায়। কিন্তু অবশেষে পালিয়ে যায় দুষ্কৃতীরা কোনোকিছু না নিয়েই ।এখানেই পুলিশের প্রশ্ন উঠছে। কেন সশস্ত্র হামলা হলো পরিবারের উপরে মারধর হলো ডাকাতি না করে চলে গেল দুষ্কৃতীরা ।

এই ঘটনার জেরে ধন্দে পড়ে জেলা পুলিশ ।পুলিশ গত কয়েকদিন আগে দু’জনকে গ্রেপ্তার করলেও ।বাকি দুজনকে আজ মঙ্গলবার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া গ্রাম থেকে মোবাইল ফোন কল লিস্ট। আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর তথ্য পায়। এই ডাকাতির পিছনে মূল মাথা প্রাইমারি স্কুলের শিক্ষক ফারুক আলী আর জাহিদ শেখ গ্রেফতার করে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ। এর আগে দু’জন গ্রেফতার হয়েছিল তাদেরকে জেরা করে মূল মাথা শিক্ষক কাটাখালি এফ পি স্কুলের ফারুক আলীকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে তার এক বন্ধু জাহিদ শেখ ।কেনই শিক্ষক এই ষড়যন্ত্রের মূল কান্ডারী ইতিমধ্যে পুলিশ ধন্দে পড়েছেন। মূলত বাঁকড়া গ্রামে নির্মল রায় পরিবারের প্রচুর সম্পত্তি জমি রয়েছে। তাই হাতাতে কি চক্রান্ত করে। এই জন্য কি দুষ্কৃতী হামলা। না অন্য কোনো কারণ আছে। তার সময় বলবে ।পুলিশ ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ এর ডাকাতির ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে একজন শিক্ষক আর এরা সব শিক্ষকের এর বন্ধু। এর পিছনে বিগত দিনে কোনো দুষ্কৃতী কাজের সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও তদন্তে রাখছে পুলিশ। বা কোনো চুরি ও ডাকাতির ঘটনায় এদের যোগ আছে কিনা সেটাও দেখছি পুলিশ।

ধৃত শিক্ষক ফারুক আলী ও বন্ধু জাহিদ শেখ ধূত দুইজন কে আজ মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । পরিবারের প্রতি সহানুভূতি সমবেদনা ও আইনি সহযোগিতা জন্য উপস্থিত হন এলাকার হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডল। গ্রামবাসীদের কথা ও আক্রান্ত নির্মল রায় এর পরিবারের সকল সদস্যদের কথা শোনার পর, অসুস্থ ও আক্রান্তদের সঠিক চিকিৎসার জন্য ব্যবস্থা করেন। এবং সঠিক বিচার পাবে বলে পরিবার ও উপস্থিত গ্রামবাসীদের আশ্বস্ত করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top