নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,৩রা সেপ্টেম্বর : ২৩ কেজি গাঁজা সহ গ্রেফতার এক দম্পতি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযান চালিয়ে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ী পথেরসাথী লাগোয়া এলাকায় ওই দম্পতিকে গ্রেফতার করে। গোপন সূত্রে পাওয়া ওই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানা সাদা পোশাকের পুলিশ বাহিনী।
ধৃত ওই দম্পতির নাম সুকুমার সাহা এবং সোণালী সাহা। তারা কোচবিহার এর পুন্ডিবাড়ি সংলগ্ন এলাকায় বাসিন্দা।উদ্ধার হওয়া ওই গাঁজা বাজার মূল্য প্রায় ২লক্ষ টাকা।ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।এই গাঁজা কোচবিহার থেকে শিলিগুড়ি থেকে তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনার পেছেন বড় কোনও মাথা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।